প্রতিবেদন : রাজভবনে নৈশ-ভোজের আসরে নাটকীয় দৃশ্য। শুধু নাটকীয় বললে ভুল হবে, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের রাষ্ট্রপতির যে আন্তরিক দৃশ্য রচিত হল সোমবার রাতে, তার রাজনৈতিক তাৎপর্য নিশ্চিতভাবে যথেষ্ট। নৈশভোজ চলাকালীনই রাষ্ট্রপতি (Draupadi murmu- Mamata Banerjee) আলাদা করে মুখ্যমন্ত্রীকে ডেকে নেন। রুদ্ধদ্বার বৈঠক চলে দীর্ঘক্ষণ। বৈঠক শেষে দেখা যায় উপহারের পাহাড় জমেছে মুখ্যমন্ত্রীর জন্য। রাষ্ট্রপতি তাঁকে দিয়েছেন বালুচরি শাড়ি, রাষ্ট্রপতি ভবনের রেপ্লিকা, কোনারকের রথের চাকা, ওরিশার নানা হস্তশিল্প। বাইরে তখন দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, শশী পাঁজা, সুকান্ত মজুমদার এবং বিমান বসু। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি (Draupadi murmu- Mamata Banerjee) মুখ্যমন্ত্রীর দীর্ঘ বৈঠকে কী কথা হল? কোন বিষয়ে আলোচনা হল? রাজনৈতিক মহলে এনিয়ে নানা জিজ্ঞাসা।
আরও পড়ুন- বাংলার ভাইবোনদের শুভেচ্ছা ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি