রাষ্ট্রপতির দুর্ঘটনা

Must read

বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন সস্ত্রীক রাষ্ট্রপতি (President Ramnath Kovind)। কানপুরে তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। কনভয়ের একটি ইনোভা গাড়ি দ্রুত গতিতে ধাক্কা মারে একটি অ্যাম্বুল্যান্সকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাম্বুল্যান্স ও ইনোভা গাড়িটি। দুর্ঘটনার কারণে প্রায় ২০ মিনিট যানজটে স্তব্ধ হয়ে পড়ে রাস্তা। তবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) বা তাঁর স্ত্রী সবিতার কোনও ক্ষতি হয়নি। এড়ানো গিয়েছে হতাহতের ঘটনাও। শুক্রবারই কানপুরে চারদিনের সফরে পৌঁছেছেন রাষ্ট্রপতি। তাঁর সঙ্গেই ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথমেই তিনি যান জন্মস্থান পারউখ গ্রামে। সেখানে তিনি পাথরি মাতার মন্দির পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দও। হাজির ছিলেন প্রধানমন্ত্রীও। তবে দুর্ঘটনার সময় মোদি বা যোগী কেউ রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন না।

আরও পড়ুন: সংঘকেও মানছে না মোদির বিজেপি?

Latest article