ফের যান্ত্রিক ত্রুটি স্পাইস জেটের বিমানে। গোয়া থেকে আসা সংস্থার একটি বিমান জরুরি অবতরণ করে হায়দরাবাদে। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। বিমানের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎই কেবিন ও ককপিটের ভিতর ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই তাঁরা প্রবল আতঙ্কিত হয়ে পড়েন। নামার সময় এক যাত্রীর পায়ে সামান্য আঘাত লাগা ছাড়া আর কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন-শস্যবিমায় অন্তর্ভুক্ত আরও ১৫ লাখ
হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানে ৮৬ জন যাত্রী ছিলেন। স্পাইস জেটের ওই কিউ-৪০০ বিমান জরুরি অবতরণের জন্য একাধিক বিমান নির্দিষ্ট সময়ে নামতে পারেনি ওই বিমানবন্দরে। কীভাবে বিমানের মধ্যে এমন ঘটনা ঘটল তা জানতে তদন্ত করছে ডিজিসিএ। সংস্থার বিমানে একের পর এক যান্ত্রিক ত্রুটির কারণে ২৯ অক্টোবর পর্যন্ত ৫০ শতাংশ বিমান চালানোর কথা বলা হয়েছে ডিজিসিএ।