আয়ুবকে চার্জশিট

এই অভিযোগের তদন্ত শুরু করে ফেব্রুয়ারি মাসে রানা আয়ুবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। তবে ইডির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রানা আয়ুব।

Must read

আর্থিক তছরুপের এক মামলায় সাংবাদিক রানা আয়ুবের বিরুদ্ধে চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কোভিড মহামারীর সময় মানুষের সেবা করতে জনগণের থেকে এই তহবিল সংগ্রহ করেছিলেন রানা আয়ুব। সব মিলিয়ে সংগ্রহ করেছিলেন ২.৬৯ কোটি টাকা। ইডির দাবি, সংগৃহীত অর্থের সিংহভাগই তিনি নিজের এবং আত্মীয়দের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করেছিলেন।

আরও পড়ুন-বিমানে গোলযোগ

এই অভিযোগের তদন্ত শুরু করে ফেব্রুয়ারি মাসে রানা আয়ুবের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। তবে ইডির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রানা আয়ুব। এই মামলার বিষয়ে তিনি বলছেন, আমার অ্যাকাউন্টে কোনও বিদেশি অনুদান জমা পড়েনি। কারণ সমস্ত অনুদান প্রথমে কেটোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সংগৃহীত হয়েছে। আমি কেটো নামে ওই সংস্থাকে শুধুমাত্র ভারতীয় মুদ্রায় প্রাপ্ত দানগুলিই নিতে বলি।

Latest article