সুমন তালুকদার, বারাসত : নাগরিকদের অভাব-অভিযোগের নিষ্পত্তিতেই অগ্রাধিকার দেবে বারাসত পুরসভার নতুন বোর্ড। নতুন পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় দায়িত্ব গ্রহণের পরেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এ-কথা। তিনি বলেন, গুরুত্বের নিরিখে কলকতার পরেই উত্তর ২৪ পরগনা। স্বাভাবিকভাবেই জেলা সদর বারাসতও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন-রাশিয়ার বিরুদ্ধে সক্রিয়তা বাড়াতে ইউরোপ সফরে বাইডেন
বারাসতের উপর দিয়ে ৩৪ ও ৩৫ দু’টি জাতীয় সড়ক ও একটি রাজ্য সড়ক— টাকি রোড় গেছে। ফলে এখানে যানজটের একটা বড় সমস্যা আছে। সমাধান করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। বারাসতে হকারদের একটা বড় সমস্যা আছে। এ-ছাড়াও জল নিকাশিরও সমস্যা আছে। সব সমস্যারই সমাধান করতে হবে। সেক্ষেত্রে সবাইকে সঙ্গে নিয়ে বসে বারাসতকে সমস্যামুক্ত করতে ৫ বছরের একটি পরিকল্পনা করে কাজের প্রাধান্য অনুযায়ী এক এক করে কাজ শেষ করতে হবে। অশনি মুখোপাধ্যায় শুধু বারাসতের পুরপ্রধানই নন, পাশাপাশি তিনি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি জানান, সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই গ্রামাঞ্চলেও আমাদের সংগঠন আরও জোরদার করতে হবে। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করে মানুষের সমস্যার সমাধান— পাশাপাশি সংগঠনের শ্রীবৃদ্ধিই হবে আমার প্রধান কাজ।