রাশিয়ার বিরুদ্ধে সক্রিয়তা বাড়াতে ইউরোপ সফরে বাইডেন

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলিকে একত্রিত করার জন্য দু-একদিনের মধ্যেই পোল্যান্ড সফরে যাচ্ছেন বাইডেন।

Must read

প্রতিবেদন : একতরফাভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ও ইউক্রেনের এই অসম যুদ্ধে কিয়েভের পাশে দাঁড়াতে এবার বিশ্বের বিভিন্ন দেশকে একজোট করতে উদ্যোগী হলেন তিনি।

আরও পড়ুন-মাঝ আকাশ ভেঙে পড়ল চিনা বিমান ১৩৩ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ন্যাটোভুক্ত দেশগুলিকে একত্রিত করার জন্য দু-একদিনের মধ্যেই পোল্যান্ড সফরে যাচ্ছেন বাইডেন। শুধু পোল্যান্ড নয়, সেখান থেকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি দেশে যেতে পারেন তিনি। তবে ইউক্রেন যাওয়ার কোনও পরিকল্পনা বাইডেনের নেই। চলতি মাসের মাঝামাঝি করে পোল্যান্ড সফরে গিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনিও তীব্র ভাষায় রুশ আগ্রাসনের নিন্দা করেছিলেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, রুশ আগ্রাসনের ফলে কী ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করবেন বাইডেন।

Latest article