অধ্যাপকের গ্রেফতারি পরোয়ানা বহাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : আগাম জামিনের আবেদন তুলে নিলেন মণিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক। পাশাপাশি বহাল রইল সিউড়ি আদালতের গ্রেফতারি পরোয়ানা। সংগীত ভবনের অধ্যাপক সুমিত বসুর আগাম জামিনের আবেদন সিউড়ি আদালত নাকচ করে দেওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন জানান। গত ৩০ মার্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিভাস দে-র বেঞ্চে সুমিত বসুর আইনজীবী আরও তথ্য জোগাড় করার জন্য সময় দেওয়ার অনুরোধ জানান। বুধবার মামলাটি ফের উঠলে সুমিত বসুর আইনজীবী আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। টানা তিনদিন শুনানি চলার পর আবেদন প্রত্যাহার করে নেওয়ার ফলে সিউড়ি আদালতের আদেশই বহাল রইল। বিশ্বভারতীর (Visva Bharati) সংগীত ভবনের মণিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক সুমিত বসুর আগাম জামিনের আবেদন আগেই নাকচ করে সিউড়ির বিশেষ আদালত। এই মামলায় সিউড়ি আদালত বোলপুর মহকুমা পুলিশ আধিকারিককে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল। ই-মেলের মাধ্যমে মণিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর (Visva Bharati) অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ। অভিযোগপত্রে অধ্যাপকের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষ, হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন ওই ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় অশান্তির। অধ্যাপকের এহেন আচরণের অভিযোগে স্বাভাবিকভাবেই গর্জে ওঠেন পড়ুয়ারা। এর পরই তাঁদের অভিযোগের ভিত্তিতে অধ্যাপকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Latest article