বগটুইয়ের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, পাঠ দেবেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক

Must read

সংবাদদাতা রামপুরহাট : রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এনে বগটুইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষাদের শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যবস্থা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা সৈয়দ সিরাজ জিম্মি বলেন, ‘‘বগটুই গ্রামের পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এলাহি শেখের বাড়িতে বৃহস্পতিবার সাড়ে দশটা নাগাদ বগটুই গ্রামের পড়ুয়াদের সাহায্য করতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিখিল সিনহা।’’ এই খবরে উল্লসিত দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ইয়াসমিন খাতুনরা। বুধবার ইফতারের মহামিলনে শামিল হয় ব্লক তৃণমূল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় বগটুই বড় মসজিদের সামনে বিশাল প্যান্ডেলের নিচে হাজির হন রোজাদাররা। গ্রামবাসী এলাহি শেখ বলেন, ‘‘এই উদ্যোগ মূলত গ্রামবাসীদের। সাহায্য করেছেন সৈয়দ সিরাজ জিম্মি।’’ ইফতারেই পরীক্ষার্থীদের সাহায্যের কথা জানান জিম্মি। উল্লেখ্য, বগটুইয়ের ঘটনার পর গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই বিষয়টির দিকে নজর দিয়েছে রাজ্য সরকার। আলাদা ক্যাম্প করে রাখা হয়েছে পরীক্ষার্থীদের। সেখানেই চলছে তাঁদের পরীক্ষার প্রস্তুতি। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গ্রামে হিংসার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কে ছিলেন পড়ুয়ারা। তাঁদের স্বাভাবিক ছন্দে ফিরিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গ্রামে গিয়ে পরীক্ষার্থীদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি, পরীক্ষা চলাকালীন তাঁদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করেন তিনি। প্রশাসনের নিরাপত্তায় নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছেন বগটুইয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এরজন্য তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানিয়েছেন। এবার শেষ মুহূর্তের কিছু প্রস্তুতিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আসছেন।

Latest article