সংবাদদাতা, বারাসত : বসিরহাটের পর বুধবার বারাসতের শাসন খড়িবাড়ি থেকে আল কায়দার জঙ্গি সন্দেহে পাকড়াও দুই যুবকের কাছ থেকে উদ্ধার হল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পোস্টার, ভারতের বিরুদ্ধে ভবিষ্যৎ কার্যকলাপের ম্যাপ-সহ বহু জেহাদি কাগজপত্র। এসটিএফের তদন্তকারী দল দীর্ঘদিন দুই জঙ্গির গতিবিধির উপর নজর রাখছিল।
আরও পড়ুন-বীরভূমে বিজেপির কোন্দল প্রকাশ্যেই
ধৃত আব্দুল রকিব সরকার ওরফে হাবিবুল্লা ওরফে হারিফের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। অপর ধৃত কাজি আহসান-উল্লাহ ওরফে হাসানের বাড়ি আরামবাগে, থাকত তপসিয়ায়। অদন্তকারীদের কাছে খবর ছিল, শাসন এলাকায় দুই জঙ্গি গা-ঢাকা দিয়ে আছে, গোপনে জেহাদি কাজকর্ম চালিয়ে যাচ্ছে। প্রথমে রকিবকে গ্রেফতারের পর তাকে জেরা করে হাসানকে ধরা হয়। দুজনকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য মিলেছে বলেও খবর। তাদের কাছ থেকে উদ্ধার হয় নিষিদ্ধ পোস্টার ও জেহাদি কাগজপত্র। ১৭ জনের একটি নামের তালিকাও সামনে আসে।
আরও পড়ুন-রাজ্য বিদ্যুৎ উৎপাদনে গড়ল রেকর্ড
দুজনের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। এলাকাবাসী জানান, দুজনই ছিল শান্তশিষ্ট, খুব কম কথা বলত, বাড়ি থেকে কদাচিৎ বেরোত। এরা যে আসলে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তা ভেবে আতঙ্কিত স্থানীয়রা।