বাড়ল সম্পত্তি কর, রাজ্যকে বিশেষ ইনসেনটিভ কেন্দ্রের

Must read

প্রতিবেদন : গত আর্থিক বছরে রাজ্যের জিডিপির তুলনায় বৃদ্ধি পেয়েছে সম্পত্তি কর (Property tax) আদায়। এর জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিচ্ছে বিশেষ ইনসেনটিভ। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এই ইনসেনটিভ বাবদ রাজ্যকে ২০০ কোটি টাকা দিতে চলেছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফে সব রাজ্যকে জানানো হয়েছিল, রাজ্যের মোট বাৎসরিক উৎপাদনের (এসজিডিপি) তুলনায় সম্পত্তি কর বেশি আদায় হলে সেই সব রাজ্যগুলিকে বিশেষ ইনসেনটিভ দেওয়া হবে। এ রাজ্যে ২০২১–২২ আর্থিক বছরের তুলনায় ২০২২–২৩ আর্থিক বছরে, এসজিডিপি বৃদ্ধি হয়েছে ৯.‌১৯ শতাংশ। পুরসভাগুলিতে সম্পত্তি কর আদায় হয়েছে রাজ্যের জিডিপি বৃদ্ধির তুলনায় গড়ে ৩০ শতাংশ।

আরও পড়ুন- চাপের মুখে ছুটি বাতিল দিল্লি এইমসে

তথ্য বলছে, ১২৮টি পুরসভার মধ্যে ৭২টি পুরসভাতেই এসজিডিপির তুলনায় ৩০ শতাংশ বেশি সম্পত্তি কর (Property tax) আদায় হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা পুরসভাও। ১২৮টির মধ্যে তিনটি— ফালাকাটা, ময়নাগুড়ি ও বালি নতুন পুরসভা। তাই এই তিনটির তথ্য এখনও পাওয়া যায়নি। বাকি পুরসভার দেওয়া তথ্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ ২০০ কোটি টাকা উৎসাহ ভাতা পাচ্ছে। এই রাজ্যের পাশাপাশি তালিকায় নাম রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশেরও।

Latest article