নয়াদিল্লি : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শিক্ষায় বিজেপির গৈরিকীকরণের তীব্র সমালোচনা করা হয়েছে। এনসিইআরটির তরফে সিলেবাস পরিবর্তনের নামে দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর হত্যার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য।
আরও পড়ুন-মোদি শিক্ষার গুরুত্ব বোঝেন না, দাবি সিসোদিয়ার
একইসঙ্গে বাদ পড়েছে আরএসএসের সঙ্গে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সম্পর্কের বিষয়টিও। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি মিথ্যা হাজার বার পুনরাবৃত্তি করলেই তা কখনও সত্য হয়ে যাবে না। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পাঠ্যবই থেকে বাদ পড়েছে ‘গান্ধীজির মৃত্যু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির উপর অভূতপূর্ব প্রভাব ফেলেছিল’ সেই অধ্যায়টি। এছাড়া গান্ধীজি যে হিন্দু-মুসলিম ঐক্য চাইতেন সেই সংক্রান্ত বিষয়টিও পাঠ্যসূচি থেকে উড়িয়ে দিয়েছে মোদি সরকার।