প্রতিবেদন : মামলা করতে এসে কলকাতায় কংগ্রেস কর্মীদের কাছে বেইজ্জত হতে হল দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। ইউপিএ সরকারের আমলে অর্থমন্ত্রী চিদম্বরম বর্তমানে কংগ্রেস সাংসদও। মেট্রো ডেয়ারি মামলা নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন অধীর চৌধুরি। সেই মামলারই রাজ্য সরকারের হয়ে শুনানি করতে হাইকোর্টে আসনে চিদম্বরম। শুনানির সময় চিদম্বরম মামলাকারী অধীরের বিরোধিতা করেন আইনি যুক্তিতে। যা মেনে নিতে পারেনি আইনজীবীদের একাংশ।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে ৩০ লাখ মানুষের চিকিৎসা
এরপর হাইকোর্টের বাইরে একদল কংগ্রেস কর্মী তাঁর বিরুদ্ধে কুরুচিকর স্লোগান দেননি, পাশাপাশি তাঁকে কোট দিয়ে মারারও চেষ্টা করা হয়। চিদম্বরম অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া দেননি। তবে ঘনিষ্ঠ মহলে একদল কংগ্রেস কর্মীদের এই আচারণে তিনি মর্মাহত বলে জানিয়েছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও চিদম্বরম দেশের অন্যতম একজন আইনজীবীও। কোম্পানি আইনে তাঁর বুৎপত্তি রয়েছে। রাজ্য সরকারের হয়ে সেই মামলার দায়িত্ব নেন। কিন্তু পেশাগত দিককে ভুলে গিয়ে কংগ্রেস কর্মীরা অশ্লীল আচারণ করলেন তাতে প্রশ্ন উঠে গেল বাংলার কংগ্রেস তবে কী দিল্লি বিরোধী হচ্ছে?