জমায়েত করেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ, নবজোয়ার প্রস্তুতি বৈঠকে মানস

বিনপুর ২ নং ব্লক তৃণমূলের ডাকে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতিসভার আয়োজন করা হয় বেলপাহাড়ির কমিউনিটি হলে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বিনপুর ২ নং ব্লক তৃণমূলের ডাকে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতিসভার আয়োজন করা হয় বেলপাহাড়ির কমিউনিটি হলে। আটটি ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি ও নেতৃত্ব ছিলেন। ছিলেন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু প্রমুখ। বীরবাহা বলেন, রোদবৃষ্টিকে উপেক্ষা করে নবজোয়ার কর্মসূচি নিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের মানুষ ওঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাবেন।

আরও পড়ুন-শহর নোংরা করলেই জরিমানা আদায় করবে সাফাদা

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করলে আমরা শান্তিতে বসবাস করতে পারব। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের মহিলাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। অভিষেক যেদিন আসবেন, আমরা সকলে শঙ্খ উলু দিয়ে অভ্যর্থনা জানাব। মানস বলেন, কেন্দ্রের এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রাখা সত্ত্বেও কী করে রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী, তা এক মাত্র তিনিই জানেন। পুরুলিয়া, বাঁকুড়া শেষ করে ঝাড়গ্রামে ঢুকবেন অভিষেক। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এমন মানুষের সমাগম করুন ইতিহাসের পাতায় যেন লেখা থাকে ঝাড়গ্রামের নাম।

আরও পড়ুন-ঝড়জল উপেক্ষা করে ভাঙড়ে ঐতিহাসিক শ্রমিক সমাবেশে, কাজ করেই লড়াই চায় আইএনটিটিইউসি

কুড়মিদের ঘাগর-ঘেরাতে এবার মন্ত্রী মানস ভুঁইয়া। নবজোয়ার নিয়ে প্রস্তুতি বৈঠক করতে বেলপাহাড়িতে যান মানস। যাওয়ার পথে জামবনিতে তাঁকে ঘাগর-ঘেরা করে কুড়মিরা। কুড়মি নেতৃত্বের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়ে মানস বেরিয়ে যান। বুধবার সকালে সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, শাখা সংগঠনের সভাপতিকে নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয় রোহিণীতে। ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত, অনুপ মাহাতো, ভাগবৎ মান্না প্রমুখ।

Latest article