পুলিশের মানসিক পরীক্ষা হবে

Must read

পুলিশ কর্মীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে লালবাজার। এবার থেকে নিয়মিতভাবে পুলিশকর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করা হবে। তাঁদের সমস্যার কথা শুনে, উপলব্ধি করে তা সমাধানের পথ খোঁজা হবে। মনোবল বাড়াতে নিয়মিত কাউন্সেলিংও করা হবে প্রয়োজনে। এই লক্ষ্যকেই সামনে রেখে শুরু হল কলকাতা পুলিশের গবেষণা এবং উন্নয়ন শাখা। ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল ফর পুলিশ পার্সোনেল’ কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কয়েকদিন আগে পার্কসার্কাস এলাকায় একটি উপদূতাবাসের সামনে এলোপাথাড়ি গুলি চালান কর্তব্যরত এক পুলিশকর্মী। গুলিতে প্রাণ হারান বাইক আরোহী হাওড়ার তরুণী রিমা সিংহ। জখম হন বাইকের চালক এবং এক পথচারী।

আরও পড়ুন- ভিজিটর পদে শিক্ষামন্ত্রী, বিধানসভায় বিল পাশ

Latest article