ভিজিটর পদে শিক্ষামন্ত্রী, বিধানসভায় বিল পাশ

Must read

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালকে সরিয়ে বসছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই মর্মে সংশোধনী বিল পাশ হয়েছে। দি ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট ইউনিভার্সিটি ল’জ সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবি ভাষণে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পুঞ্চ ও সারকারিয়া কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্যপালকে ভিজিটর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বর্তমান রাজ্যপাল একজন সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে হস্তক্ষেপের জন্য কমিটি গড়ার চেষ্টা করছেন। এমন পদক্ষেপ করেছেন যাতে সরকার মামলায় জড়িয়ে পড়ে। ইউজিসির এক্তিয়ারকেও চ্যালেঞ্জ করছেন রাজ্যপাল। এই অবাঞ্ছিত হস্তক্ষেপ আটকাতেই আইন করে তাঁকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। বিল নিয়ে আলোচনার মাঝেই বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন। ফলে বিরোধীশূন্য বিধানসভাতেই পাশ হয়ে যায় বিল। শিক্ষামন্ত্রীর তাঁর জবাবি ভাষণের সময় বিলের বিরোধিতা করে বিজেপি বিধায়কের পরিষদীয় দল সভা থেকে ওয়াক আউট করে। যদিও তখন অধ্যক্ষ বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, ‘‘আপনারা এইভাবে বেরিয়ে যেতে পারেন না।’’ তবে তা না শুনেই বেরিয়ে যান তাঁরা।

আরও পড়ুন- ‘বিজেপির সঙ্গে ইডি-সিবিআই আছে, মমতার সঙ্গে মানুষ আছে’ আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest article