আজ ১২ টায় আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher secondary) ফলপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই । এরপর বেলা ১২ টা ৩০ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন-ভোরবেলা দুর্ঘটনার মুখে ঠাকুরপুকুর একটি বাস
মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ শুরু করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছাত্রের তুলনায় উচ্চমাধ্যমিক পরীক্ষয় ছাত্রীদের সংখ্যা এবার ১৪.৮ শতাংশ বেশি। রিভিউয়ের জন্য ৩১ মে থেকে আবেদন করা যাবে। অনলাইনেই এই প্রক্রিয়া শেষ করতে হবে। ২ লাখ ৭৩ হাজার বা ৩৮ শতাংশ পড়ুয়া পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি।
আরও পড়ুন-বৃহস্পতিবার এগরায় যাওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর
এবছর ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। ছেলেদের মধ্যে পাশের হার ৯১ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৭। পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। মোট ১১ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। তালিকায় কলকাতা ১০ নম্বরে। উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন
উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন। উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরকার, প্রাপ্ত নম্বর ৪৯৬। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা পাল, উত্তর দিনাজপুরের আবু সামা। উচ্চমাধ্যমিকে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, প্রাপ্ত নম্বর ৪৯৪
উচ্চমাধ্যমিকে চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৪৯৩।
আরও পড়ুন-নিউমোনিয়ায় আক্রান্ত পিয়ালি, ভর্তি হাসপাতালে
উর্দুতে প্রথম স্থান অর্জন করেছেন মহম্মহ আশান। প্রাপ্ত নম্বর ৪৮৬। ক্যালকাটা মাদ্রাসার পড়ুয়া। নেপালির মধ্যে স্নেহা নেপাল। ৫০০ মধ্যে ৪৬৫। কালিম্পং। সাঁওতালিতে প্রথম বিবেক সোরেন, বাঁকুড়া মৌসুমি টুডু, ঝাড়গ্রাম ও সরস্বতী বাসকে। তৃতীয় হয়েছেন চন্দ্রবিন্দু মাইতি, পশ্চিম মেদিনীপুরের অনুসুয়া সাহা, পিয়ালি দাস দক্ষিণ দিনাজপুর,শ্রেয়া মল্লিক, দক্ষিণ দিনাজপুর। সকলের প্রাপ্ত নম্বর ৪৯৪। উচ্চ-মাধ্যমিকে পঞ্চমস্থানে রয়েছেন কৌস্তভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা গড়াই, অনন্যা সামন্ত। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২। উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন চয়ন বর্মণ, অঙ্কুর রায়, অর্কদ্বীপ ঘাড়া, তমাল কান্তি দাস, সোমায়ন জানা, সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, অদিতি মাহান্তি, সুপর্ণা মাহাত। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১। সপ্তমস্থানে রয়েছেন, সন্দীপ ঘোষ, দেবর্ষি বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, শ্রীজা উপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকি কুণ্ডু| প্রাপ্ত নম্বর ৪৯০।
আরও পড়ুন-আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ
৩১ মে থেকে ৫১টি সেন্টার থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট। সেদিন পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে।আগামী বছর উচ্চমাধ্যমিক ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। দুপুর ১২টা থেকে ৩টে ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…