মণ্ডপে সরকারি প্রকল্প

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, হাওড়া : রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে এবারের কালীপুজোয় তুলে ধরেছেন বাগনানের ঘোড়াঘাটা নবাসন শিশু সংঘের পুজোর উদ্যোক্তারা। পুজোর রজতজয়ন্তী বর্ষ। সেই উপলক্ষেই এইরকম থিমের চমক। প্রতিমা দর্শন করতে এলেই পুজো মণ্ডপ চত্বরে দেখা যাবে সবুজসাথী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খেলাশ্রী, পথশ্রী, শিশুসাথী, কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, চা-সুন্দরী-সহ রাজ্যের সব প্রকল্পগুলিই। উদ্যোক্তারা জানালেন ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় রাজ্যে যেসব প্রকল্প চালু হয়েছে তার সবগুলিই আমরা একসঙ্গে মণ্ডপ চত্বরে তুলে ধরেছি। এই প্রকল্পগুলি থেকে রাজ্যের লাখো মানুষ উপকৃত হচ্ছেন। সেই উদ্দেশ্যেই ওইসব জনমুখী প্রকল্পগুলিকে তুলে ধরা হচ্ছে।’ বুধবার ২৫তম বর্ষের এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক রাজা সেন। এদিনই পুজো কমিটির তরফে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সেইসঙ্গে এলাকার চিকিৎসক ও পুলিশ অফিসারদের করোনা যোদ্ধা হিসেবে ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়।

Latest article