বিজেপিকে জবাব বাংলার

Must read

সংবাদদাতা, বাঁকুড়া ও বিষ্ণুপুর : প্রাচীনকালের কালী ও কার্তিকের শহর সোনামুখীতে আইএনটিটিইউসির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসে কালীপ্রতিমার উদ্বোধন করলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গঙ্গাজলঘাটির দুর্লভপুর শ্রমিক ভবনে রথীন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চমবর্ষ কালীপুজোর উদ্বোধন করেন তিনি। নতুন শ্রমিক ভবনেরও উদ্বোধন করেন এখানে। দুঃস্থদের মধ্যে বস্ত্রবিতরণ করেন। দুর্লভপুরের পাশাপাশি সোনামুখীতেও সভা ও পুজোর উদ্বোধন করেন। ঋতব্রত বলেন, নতুন করে জেলা সভাপতিরা শ্রমিক সংগঠনগুলিকে একত্রিত করে যেভাবে এগিয়ে চলেছেন তাতে আগামী দিনে এই সংগঠন আরও সুসংগঠিত হবে। পুজোর পরে সংগঠনের প্রতিটি স্তর ঢেলে সাজা হবে। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রসঙ্গে ঋতব্রত বলেন, সাম্প্রদায়িক হানাহানি, হিংসা, মিথ্যাচার, কুৎসার বিরুদ্ধে বাংলার মানুষ আবারও রায় দিয়ে প্রমাণ করে দিয়েছেন এখানে এই ধরনের রাজনীতির কোনও জায়গা নেই।

Latest article