গ্রামেরও ভোট তৃণমূলের পক্ষে

Must read

শ্যামল রায়, শান্তিপুর : এবারের উপনির্বাচনে গ্রামীণ এলাকার ভোটাররা দু’হাত উজাড় করে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসকে। শান্তিপুর বিধানসভা এলাকায় রয়েছে ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা। এবারের উপনির্বাচনে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচুর ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। গত বিধানসভা নির্বাচনে গ্রামীণ এলাকা থেকে প্রচুর ভোটে জেতে বিজেপি। এবার মানুষ বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।

আরও পড়ুন : বিজেপিকে জবাব বাংলার

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে দারুণ উপকৃত মানুষ। তাই তাঁরা আর বিজেপির পক্ষে নেই। উন্নয়নের পক্ষে ভোট দিয়ে জিতিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। ডিজেল-পেট্রোল-গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে কেন্দ্র। গ্রামীণ এলাকার যেমন বেলঘরিয়া ১, ২, বাবলা গ্রাম পঞ্চায়েত, হরিপুর গ্রাম পঞ্চায়েত, বাগাছড়া গ্রাম পঞ্চায়েত, এছাড়াও রয়েছে গয়েশপুর গ্রাম পঞ্চায়েত। গত বিধানসভা ভোটে বিজেপি এই সমস্ত পঞ্চায়েত থেকে প্রচুর ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল। তাই বিজেপি প্রার্থী ১৫ হাজার ৮৭৮ ভোটে জিতেছিলেন বিধানসভায়। এবারে বিজেপি হল ধূলিসাৎ।

Latest article