মঞ্চে ‘ছাইয়া ছাইয়া’ গানটা ধরেছেন এআর রহমান (A R Rahman) আর তখনই মঞ্চে উঠে পুলিশ অঙ্গুলি হেলনের মাধ্যমে গান বন্ধ করার নির্দেশ দিল। পুণে পুলিশের এক কর্তা মিউজিশিয়ানদের কাছে গিয়ে বাজনা বন্ধ করেন । ততক্ষণে চিৎকার শুরু করেছে দর্শক। রবিবার এআর রহমানের পুণে কনসার্টে ধরা পড়ল এমনই দৃশ্য!
আরও পড়ুন-পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেসে বোমাতঙ্ক
পুণের রাজা বাহাদুর মিল এলাকায় আয়োজিত কনসার্টে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়াতে এভাবে কনাসার্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কনসার্টের জন্য রাত ১০টা পর্যন্ত সময় নির্দিষ্ট ছিল। ১০টা পেরিয়ে গেছে খেয়াল করেননি শিল্পী। রাত সোয়া ১০টা গান শেষ গানটি ধরেছিলেন রহমান, তাই মঞ্চে উঠে গান বন্ধ করেছিল পুলিশ। হাজারের বেশি দর্শক উপস্থিত ছিল রবিবার রাতে।
আরও পড়ুন-রাজবংশী পরিবারের পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, খেলেন মাটির গ্লাসে মালাই চা
গান বন্ধ করার নির্দেশ পেয়ে স্টেজ ছাড়েন রহমান। রহমানের এই কনসার্ট ঘিরে বিতর্কের শেষ নেই। এলাকায় বেশ কিছু হাসপাতাল থাকায় ‘সাইলেন্ট জোন’ হিসাবে দেখা হয় সেটা। ওই এলাকায় কেন গানের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল সেই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছেই।
আরও পড়ুন-মোদির ‘মন কি বাত’-এর ১০০তম পর্ব নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের
পুণে পুলিশের ডিসিপি (জোন ২) এস পাতিল এই বিষয়ে জানান, ‘রহমান শেষ গানটি গাইছিলেন। গাইতে গাইতে উনি খেয়াল করেননি ১০টা বেজে গিয়েছে। কনসার্ট ভেনুতে আমাদের যে পুলিশ আধিকারিক ছিলেন বাধ্য হয়ে উনি স্টেজে উঠে ওঁনাকে সুপ্রিম কোর্টের গাইডলাইনের কথা মনে করিয়ে দেন এবং উনি গান বন্ধ করেন’।