বিমানবন্দর নিয়ে প্রশ্ন

বিমানবন্দর বেসরকারীকরণ নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী।

Must read

প্রতিবেদন : বিমানবন্দর বেসরকারীকরণ নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ মিমি চক্রবর্তী। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিং বলেন, এই মুহূর্তে দেশে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ১৩৬টি বিমানবন্দর আছে।

আরও পড়ুন-প্রশ্নে নদী যুক্তিকরণ

প্রতিটি বিমানবন্দরের ক্ষেত্রে গত তিন বছরে লাভ ক্ষতির-অঙ্ক বিভিন্নরকম। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি দেশের ৬টি বিমানবন্দরের উন্নয়নের কাজে পিপিপি মডেলকে বেছে নিয়েছে। আগামী ৫০ বছরের জন্য এই চুক্তি হয়েছে। এয়ারপোর্ট অথরিটি ২৫টি বিমানবন্দরের অব্যবহৃত সম্পদকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই কর্মসূচি চলবে।

Latest article