শিল্ডের শেষ চারে রেলওয়ে এফসি

বাংলার একমাত্র দল হিসেবে আইএফএ শিল্ডের সেমিফাইনালে উঠল এবারের কলকাতা লিগের ফাইনালিস্ট রেলওয়ে এফসি।

Must read

প্রতিবেদন : বাংলার একমাত্র দল হিসেবে আইএফএ শিল্ডের সেমিফাইনালে উঠল এবারের কলকাতা লিগের ফাইনালিস্ট রেলওয়ে এফসি। বৃহস্পতিবার মোহনবাগান মাঠে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রেল হারিয়ে দিল ময়দানের আর এক দল এরিয়ানকে। খেলার ফল ৩-০। রেলওয়ে এফসি-র হয়ে জোড়া গোল করেন তন্ময় দাস। একটি গোল মনোতোষ মাঝির। ম্যাচের সেরাও হয়েছেন রেলের জয়ের নায়ক তন্ময়। সেমিফাইনালে রেল খেলবে আই লিগের দল শ্রীনিধি এফসি-র বিরুদ্ধে।

আরও পড়ুন-বিমানবন্দর নিয়ে প্রশ্ন

শিল্ডের অন্য একটি কোয়ার্টার ফাইনালে আই লিগের দল গোকুলাম কেরালা এফসি-র মুখোমুখি হয়েছিল কলকাতার আর এক দল জায়ান্ট কিলার ইউনাইটেড স্পোর্টস। হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের। গোকুলামের সঙ্গে সমানে টক্কর দিয়ে ম্যাচে দু’গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তাদের দুই গোলদাতা দীপেশ মুর্মু ও ডেনিস ডউডা। পরে ম্যাচে ফিরে আসে গোকুলাম।

দু’গোল শোধ করে টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় কেরলের দলটি। টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয়ী গোকুলাম। এদিন ইউনাইটেড স্পোর্টস দুর্দান্ত ফুটবল উপহার দেয়। ম্যাচে ও টাইব্রেকারে গোল বাঁচিয়ে সেরা হয়েছেন গোকুলামের গোলরক্ষক রক্ষিত ডাগর। সেমিফাইনালে কেরলের দলটির সামনে আই লিগের আর এক দল রিয়েল কাশ্মীর।

Latest article