হাইকোর্ট বার নির্বাচনে বিশাল জয় Trinamool Congress-এর

Must read

প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে এবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনেও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সমর্থিত আইনজীবীদের জয়জয়কার। নির্বাচনে সিংহভাগ আসনেই জয়ী হয়েছেন তাঁদের প্রার্থীরা। জয়ী প্রার্থীদের তালিকায় খুব তাৎপর্যপূর্ণ ভাবে অনেক মহিলা আইনজীবীও রয়েছেন। দলগতভাবে মিশ্র ফল হলেও ৬৭% আসনে জয়ী হয়েছেন মহিলা আইনজীবীরা। যদিও আলংকারিক সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অরুণাভ ঘোষ৷ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কল্লোল মণ্ডল। পরিচালন সমিতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সমর্থিত প্রার্থী বিশ্বব্রত বসুমল্লিক৷ সংখ্যার বিচারে এবার দুর্দান্ত ফল করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। গুরুত্বপূর্ণ ১৫টি পদের মধ্যে ১১টি তৃণমূল কংগ্রেস প্যানেলের আইনজীবীদের দখলে গিয়েছে। সহ-সভাপতি পদে হারজিতের ব্যবধান মাত্র ১৮ ভোটের। সহ-সম্পাদক পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্যানেলের সোনাল সিনহা। সোনালের প্রাপ্ত ভোট ১,৪৩০। আর সহ-সম্পাদক দ্বিতীয় পদেও জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের ওয়াসিম আহমেদ। কোষাধ্যক্ষ হয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়দীপ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর, তদন্তে তিন বাহিনীর বিশেষজ্ঞ

একনজরে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের (Kolkata High Court Bar Association) নির্বাচনী ফল— সভাপতি – অরুণাভ ঘোষ, সহ-সভাপতি – কল্লোল মণ্ডল, সম্পাদক – বিশ্বব্রত বসুমল্লিক, সহকারী যুগ্ম সম্পাদক – সোনাল সিনহা ও ওয়াসিম আহমেদ। কোষাধ্যক্ষ – জয়দীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া ৯টি এক্সিকিউটিভ সদস্য পদের মধ্যে ৭টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। জয়ী ৯ এক্সিকিউটিভ সদস্যরা হলেন, সঙ্গীতা রায়, কাকলি নস্কর, সুমন সাহা, দেবলীনা সাহু, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পর্ণা রায়চৌধুরি, সুতপা বন্দ্যোপাধ্যায় (দাশগুপ্ত), অমৃতা পাণ্ডে ও মেরি দত্ত। সব থেকে বেশি ভোট পেয়েছেন সঙ্গীতা রায় ১,৭৭৩। ১৫ সদস্যের কমিটির মধ্যে ৯ জনই মহিলা।

Latest article