প্রতিবেদন : কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর নজরদারি বাড়াতে এবার নয়া ব্যবস্থা নিচ্ছে লালবাজার। এই লক্ষ্যে পুলিশকর্মীদের জন্য আসছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড। এবার থেকে কলকাতা পুলিশের সব কর্মীকে এই কার্ড বাধ্যতামূলক ভাবে পরে থাকতে হবে। কোনও বিশেষ কর্মসূচিতে মোতায়েন পুলিশ কর্মীরা সঠিক ভাবে দায়িত্ব পালন করছেন কি না জানতে এবার এই গ্যাজেটের মাধ্যমে নজরদারি চালাবেন কর্তারা।
আরও পড়ুন-অধিকার-উন্নয়ন অটুট রাখতে তৃণমূলকেই জয়ী করার ডাক
লালবাজার সূত্রে খবর, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ডের মাধ্যমে তাঁদের গতিবিধির ওপর নজর রাখা হবে। আইপিএস, ওসি থেকে শুরু করে ইন্সপেক্টর, কনস্টেবল সবাই থাকবেন এই নজরদারির আওতায়। যে থানা এলাকায় কর্মসূচি চলবে, সেই থানার কোনও অফিসার ওই কার্ড রিডার নিয়ে ঘটনাস্থলে হাজির থাকবেন। সেখানে পৌঁছনোর পর কার্ড পাঞ্চ করে অন্য কর্মীদের নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে। কাজ শেষ হয়ে যাওয়ার একই পদ্ধতিতে কর্মীদের ওই রিডারে নিজের অ্যাটেনডেন্স রেজিস্টার করতে হবে। এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি রিডারে পুলিশ কর্মীর সমস্ত তথ্যও মজুত করা থাকবে। ফলে এবার থেকে কাগজ-কলমের পরিবর্তে ভার্চুয়ালি উপস্থিতি জানাতে পারবেন পুলিশ কর্মীরা।