পরিচয় হারাল এফএম রেইনবো

প্রসঙ্গত ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার দ্বারা অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার শুরু হয়।

Must read

৩০ জুন রাত বারোটার পর থেকে পরিচয় হারাল এফএম রেনবো (FM Rainbow)। আকাশবাণীর (Akashbani) একাধিক অনুষ্ঠানের শাখা মিশছে ১০৭ মেগাহার্টজ । FM রেনবো-এর ১০৭ মেগাহার্টজ বেতার তরঙ্গ এবার আর থাকছে না। প্রসঙ্গত ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার দ্বারা অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার শুরু হয়।

আরও পড়ুন-পুলিশের নজরদারি চালু হবে রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড

সরকারি এই এফএম চ্যানেল FM রেনবো গীতাঞ্জলির সঙ্গে মিশে যাচ্ছে। আজ পয়লা জুলাই শনিবার থেকে আলাদা করে FM রেনবোর আর কোনও অস্তিত্ব থাকবে না। ১০৭ মেগাহার্টজে সংবাদ সহ গীতাঞ্জলির বাকি অনুষ্ঠান শোনা যাবে। FM রেনবোর প্রতি ঘণ্টার হেডলাইন জুলাইয়ের প্রথমদিন থেকে বন্ধ। পয়লা জুলাই ১০৭ মেগাহার্টজের নাম সরকারিভাবে বদলে যাচ্ছে কিনা সেটা এখনো জানা যায়নি।

আরও পড়ুন-অধিকার-উন্নয়ন অটুট রাখতে তৃণমূলকেই জয়ী করার ডাক

গত কয়েকবছরে বেশ কয়েকটি বেসরকারি এফএম চ্যানেল বন্ধ হয়েছে। বাংলা ভাষায় গান শুনিয়েও নিজেদের অস্থিত্ব ধরে রাখতে পারেনি আমার এফএম। দু বছর আগে বন্ধ হয়েছে এই জনপ্রিয় বাংলা রেডিয়ো স্টেশন। বন্ধ হয়েছে পাওয়ার এফএম। এবার অস্থিত্ব হারালো সরকারি এফএম চ্যানেল রেনবো-এর। আকাশবাণী সূত্রে জানা গিয়েছে, পয়লা জুলাই থেকে অনুষ্ঠানসূচিতে পরিবর্তন হচ্ছে। শনিবার থেকে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শোনা যাবে রাত ৮ টা ১০ এর ক্রীড়া সংবাদ । রাত দশটার খবর FM গোল্ড, সঞ্চয়িতা ও মৈত্রী প্রচার তরঙ্গে সম্প্রচারিত হবে । প্রতি মঙ্গলবার রাত আটটায় ‘খবরের আয়নায়’ শোনা যাবে।

Latest article