এশিয়াডে দায়িত্বে হয়তো শিখর-লক্ষ্মণ জুটিই

আগামী ৭ জুলাই মুম্বইয়ে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানেই এশিয়াডের দল নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর

Must read

মুম্বই, ৩০ জুন : সবকিছু ঠিক থাকলে আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় দলের নেতৃত্বে ফের দেখা যাবে শিখর ধাওয়ানকে। প্রাক্তন ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে কোচ হিসেবে ভাবছে বিসিসিআই। কারণ, ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে এশিয়ান গেমসে সেরা দল পাঠানোর পক্ষপাতী নয় ভারতীয় বোর্ড। তাই ধাওয়ানের নেতৃত্বে দ্বিতীয় সারির ভারতীয় দলকে এশিয়াডে পাঠানোর উদ্যোগ।

আরও পড়ুন-পরিচয় হারাল এফএম রেইনবো

আগামী ৭ জুলাই মুম্বইয়ে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক। সেখানেই এশিয়াডের দল নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে চিনের হাংঝাউতে। ছেলেদের দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত হলেও মেয়েদের সেরা ভারতীয় দলই অংশ নেবে এশিয়াডে। হরমনপ্রীত কৌরের দল এশিয়াডে সোনা জয়ের ব্যাপারে ফেভারিটও।

আরও পড়ুন-পুলিশের নজরদারি চালু হবে রেডিও ফ্রিকোয়েন্সি আই কার্ড

অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অনেকগুলি বিষয় নিয়েই আলোচনা হবে। তবে মুখ্য বিষয় থাকবে দেশের মাটিতে বিশ্বকাপ। দেশে মোট দশটি কেন্দ্রে বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ইডেন গার্ডেন্স-সহ অন্তত পাঁচটি কেন্দ্রে স্টেডিয়াম আধুনিকীকরণের কাজ চলছে। এছাড়াও ভারতীয় দলের জার্সি স্পনসর এবং মুস্তাক আলি টি-২০’তে প্লেয়িং কন্ডিশন চূড়ান্ত করার মতো বিষয়ও রয়েছে।

Latest article