খানিকটা স্বস্তিতে রাহুল, মেয়াদ বাড়ল জামিনের

Must read

খানিকটা হলেও স্বস্তিতে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর জামিনের মেয়াদ বাড়াল কোর্ট। গুজরাতের সেশনস কোর্টে অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে আবেদন জানিয়েছিলেন রাহুল। সেই আবেদনের শুনানিতেই জামিনের মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল।

আরও পড়ুন: হনুমান জয়ন্তী নিয়ে কী সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

গত ২৩ মার্চ অপরাধমূলক মানহানির মামলায় সোনিয়া-পুত্রকে (Rahul Gandhi) ২ বছরের কারাবাসের নির্দেশ দেয় সুরাটের নিম্ন আদালত। তার ভিত্তিতে রাহুলের সাংসদ পদও খারিজ হয়ে যায়। তবে, শাস্তি ঘোষণার পরেও তাঁকে ৩০ দিনের শর্তসাপেক্ষে জামিনও দেওয়া আদালত। একইসঙ্গে এই রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে বিরুদ্ধে আবেদন করারও রাহুল সুযোগ পাবেন বলে জানানো হয়। সেই মতোই গুজরাতের সেশনস কোর্টে আবেদন করেন রাহুল। এদিন বোনকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আদালতে হাজির হন প্রাক্তন কংগ্রেস সাংসদ। আদালতের বাইরে তখন রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। এরপর দুপক্ষের শুনানি শেষে রাহুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

Latest article