জিতে শুভমনের প্রশংসায় রাহুল

বিদেশের মাঠে আরও একটা সিরিজ জয়। কে এল রাহুলের বাড়তি পাওনা, জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার হোয়াইটওয়াশ করে জেতার স্বাদ পাওয়া।

Must read

হারারে, ২২ অগাস্ট : বিদেশের মাঠে আরও একটা সিরিজ জয়। কে এল রাহুলের বাড়তি পাওনা, জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার হোয়াইটওয়াশ করে জেতার স্বাদ পাওয়া। তৃপ্ত রাহুল বলছেন, ‘‘মুহূর্তটা উপভোগ করছি। এই ম্যাচে কিছু নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। লক্ষ্য ছিল পুরো পঞ্চাশ ওভার ব্যাট করা। সেই লক্ষ্যে আমরা সফল। তবে জিম্বাবোয়ে দুর্দান্ত লড়াই করেছে। ওরা ম্যাচকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। তবে চাপের মুখেও আমাদের বোলাররা মাথা ঠান্ডা রেখে বল করেছে।’’

আরও পড়ুন-বিজ্ঞান মেলা ২০২২

এদিকে, ম্যাচ এবং সিরিজের সেরা নির্বাচিত হলেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজের পর এবার জিম্বাবোয়ে। টানা দু’টি ওয়ানডে সিরিজে সেরা হলেন শুভমন। চলতি সিরিজে তাঁর মোট রান ২৪৫। রাহুল বলছেন, ‘‘শুভমন সেই আইপিএলের সময় থেকেই দারুণ ফর্মে। ওকে দেখে একবারও মনে হয়নি আত্মতুষ্টিতে ভুগছে। গোটা সিরিজেই খুব ভাল ব্যাট করল। ওর ব্যাটিং চোখের আরাম।’’
যাঁকে নিয়ে এত উচ্ছ্বাস সেই শুভমন বলেন, ‘‘নিজের ব্যাটিং উপভোগ করছি। লক্ষ্য ছিল, ডট বলের সংখ্যা যতটা সম্ভব কমানো। পাশাপাশি জোরে স্ট্রোক নেওয়ার প্রবণতা ঝেড়ে ফেলে টাইমিংয়ের উপরে জোর দিয়েছি।’’ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। শুভমনের বক্তব্য, ‘‘সেঞ্চুরি করতে পেরে দারুণ লাগছে। এর আগে তিনবার নব্বইয়ের কোঠায় আটকে গিয়েছিলাম। তাই একটা সেঞ্চুরি করার জন্য মুখিয়ে ছিলাম।’’

Latest article