হাসনাবাদে রেলের হকার উচ্ছেদ-নোটিশ

Must read

সংবাদদাতা, হাসনাবাদ : নির্দয়ভাবে হকার (Railway hawker) উচ্ছেদ করে চলেছে রেল। শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট ও ভ্যাবলা স্টেশনের পর প্রান্তিক স্টেশন হাসনাবাদে হকারদের নির্মাণ উচ্ছেদের নোটিশ দিল পূর্ব রেল কর্তৃপক্ষ। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হকারদের (Railway hawker) আন্দোলনে পাশে দাঁড়িয়েছে বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি। শনিবার হকারদের উঠে যাওয়ার নির্দেশিকা জারি করেছিল রেল। ১৯১৪-য় তৈরি স্টেশনটিতে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ হাসনাবাদ স্টেশনে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। ফলে উচ্ছেদ নোটিশ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত বলেন, স্টেশন সংস্কারের নামে রেল দানবীয় পথ অবলম্বন করছে। আমরা সংস্কারের বিপক্ষে নই। তবে হকারদের প্রতি মানবিক হতে হবে। সুন্দরবনের কয়েকশো হকার এই স্টেশনকে ঘিরে জীবিকা নির্বাহ করে, সংসার চালায়। তাদের বিকল্প কর্মসংস্থান করে তারপরে উচ্ছেদ করতে হবে। না হলে আন্দোলন লাগাতার চলবে।

আরও পড়ুন: কলকাতায় যত্রতত্র হোর্ডিং নয়, দৃশ্যদূষণে পদক্ষেপ

Latest article