আগামী শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষানীতি

অনার্স ৪ বছরে, পাস কোর্স ৩ বছরে

Must read

প্রতিবেদন : রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে চালু হয়ে যাচ্ছে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স (education policy)। এখন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। যারা এই পরীক্ষা এখন দিচ্ছে তারাই রেজাল্ট বার হওয়ার পরে যখন স্নাতক স্তরে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবে তখনই তাদের চার বছরের মেয়াদে অনার্স কোর্সে ভর্তি হতে হবে। তবে পাস কোর্সে ৩ বছরের মেয়াদই থাকছে। বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতকোত্তর পাঠ্যক্রমের সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১ বছর করার প্রস্তাবও দিয়েছে ইউজিসি (UGC)। যদিও রাজ্য সরকার সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেই খবর। জানা গিয়েছে, চলতি বছরের জুলাই মাস থেকেই রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেখানে ভর্তির ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়কে। রেজিস্ট্রারদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং আওতাধীন কলেজগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অবশ্য কয়েক বছর আগে থেকেই এই ব্যবস্থা চালু রয়েছে।

একনজরে
অনার্স ছাত্রদের চতুর্থ বছরে থাকবে গবেষণার সুযোগ।
মাঝপথে ড্রপআউট হলে ভবিষ্যতে ফের ভর্তি হওয়ার সুযোগ। সেক্ষেত্রে অতিরিক্ত একবছর পড়তে হবে।
পাস কোর্সে পরীক্ষা হবে দুটি সেমিস্টারে।
অনার্স গবেষণা ডিগ্রির পরীক্ষা হবে মোট আটটি সেমিস্টারে।
পাস কোর্সে প্রথম দুটি বছরে প্রত্যেককে ভোকেশনাল কোর্স পড়তে হবে।

আরও পড়ুন: হাসনাবাদে রেলের হকার উচ্ছেদ-নোটিশ

Latest article