সংবাদদাতা, পুরুলিয়া : কুর্মি (Kurmi) জাতিকে তফসিলি উপজাতির তালিকাভুক্ত করার দাবিতে রাজ্যের দুই জায়গায় রেল ও সড়ক অবরোধ চলছে তিন দিন ধরে। আন্দোলনকারী নেতাদের এবার আলোচনায় ডাকল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ। বুধবার এ নিয়ে দফতরে চিঠি দেন জেলাশাসক রজত নন্দা। তার জবাবে রাতেই দফতর জানায়, কুর্মিদের উপজাতি তালিকাভুক্তির বিষয়ে আগেই কেন্দ্রীয় দফতরে চিঠি দিয়েছে রাজ্য।
আরও পড়ুন-বিপর্যস্ত ঝাড়গ্রাম
মঙ্গলবার ফের দেওয়া হয়েছে (মেমো নং ৩৫৫২ এসবিসিডব্লু/এমআর-০৬/২০১২(পিটি ১) তাং ২১.০৯.২২)। বৃহস্পতিবারই বিভাগীয় সচিব সঞ্জয় বনসলের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানানো হয় আন্দোলনকারী নেতাদের। রাজ্যের এই ইতিবাচক পদক্ষেপের পরও কেন্দ্র একেবারে নীরব। জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনকে সম্মান করি। তবে অনুরোধ, পুজোর মরশুমে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে অবরোধ তুলে নেওয়া হোক।’ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘রাজ্য সরকার যে কেন্দ্রকে সুপারিশ পাঠিয়েছে, তা সকলেই জানেন। আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। মানুষের দুর্ভোগের কথা ভেবে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানাই।’ কুর্মি নেতা অজিতপ্রসাদ মাহাত বলেন, ‘তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া আন্দোলন ও অবরোধ চলবে।’