সঞ্জিত গোস্বামী পুরুলিয়া: এতদিনে বোধোদয় হল রেলের। যে সমস্যার বিষয় আগাম আঁচ করে আনাড়ায় রেলের মেমু কোচ মেরামতি কারখানা গড়তে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্যায় পড়ে এখন ওই কারখানা গড়তে উদ্যোগ নিতে হল রেলকে। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা বিভাগে, আদ্রা-পুরুলিয়া শাখায় আনাড়া স্টেশনের অদূরে সেই প্রকল্প গড়ার কাজ শুরু হতে চলেছে।
আরও পড়ুন-মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে নিরাপত্তা
বরাদ্দ হয়েছে আশি কোটি টাকা। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনাড়া সাহেববাঁধের পাশে রেলের জমিতে রেল কোচ মধ্যবর্তী মেরামতির একটি কারখানা গড়ার জন্য শিলান্যাস করেছিলেন। ওই কারখানায় রেলের সমস্ত ধরনের কোচ মেরামতি হত। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর প্রতিহিংসাপরায়ণ কেন্দ্রীয় সরকার প্রকল্পটি থমকে দেয়। দীর্ঘদিন পর কারখানাটি গড়ার প্রয়োজন বুঝেছে রেল। তবে এবার যে কারখানা গড়া হবে, তাতে শুধু মেমু কোচ রক্ষণাবেক্ষণ হবে।
আরও পড়ুন-নিহত তৃণমূল কর্মীর পাশে শতাব্দী
আদ্রার ডিআরএম মণীশ কুমার জানিয়েছেন, কারখানা গড়ার জন্য টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। বরাত পেয়েছে রেলের নির্মাণ সংস্থা পটনার ওয়ার্কশপ প্রোজেক্ট। প্রস্তাবিত কারখানার জমিতে সমাজভিত্তিক বনসৃজন প্রকল্পে গাছ থাকায় সেই গাছ কাটার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আসলে রেল বুঝেছে প্রয়োজনমতো মেমু কোচের জোগান পেতে হলে কারখানাটি চাই। এখন রাজ্যে শুধু খড়্গপুরে এমন একটি কারখানা আছে।