ভাঙল রায়মঙ্গলের বাঁধ, নদীগর্ভে রাস্তা, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতিতে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন

জল বেড়ে যাওয়ায় সুন্দরবনের রায়মঙ্গল নদীবাঁধ ভাঙল বিস্তীর্ণ এলাকায়। আর তার জেরে নদীগর্ভে তলিয়ে গেল ইটের রাস্তা।

Must read

সংবাদদাতা, হিঙ্গলগঞ্জ : জল বেড়ে যাওয়ায় সুন্দরবনের রায়মঙ্গল নদীবাঁধ (dam) ভাঙল বিস্তীর্ণ এলাকায়। আর তার জেরে নদীগর্ভে তলিয়ে গেল ইটের রাস্তা। প্রশাসন খবর পেয়েই দ্রুত মেরামতির কাজ শুরু করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের সাহেবখালি গ্রামপঞ্চায়েতের রমাপুর এলাকায়।

আরও পড়ুন-স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বিস্ফোরণ, আহত শিক্ষক-সহ ১০ ছাত্রী

মঙ্গলবার ভোররাতে হঠাৎ রায়মঙ্গল নদীর জলস্তর বেড়ে যায়। ফলে প্রায় ২০ ফুট উঁচু নদীবাঁধের একাংশ ভেঙে প্রায় আধ কিলোমিটার ইটের রাস্তা নদীগর্ভে চলে যায়। তবে পুরো বাঁধ না ভাঙায় নোনাজল ঢুকতে পারেনি বলে দাবি হিঙ্গলগঞ্জের বিডিওর। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পঞ্চায়েত ও সেচ দফতরের আধিকারিকরা পৌঁঁছে গিয়েছেন। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সুরজিৎ বর্মন ও জ্যোতিপ্রকাশ চক্রবর্তী। তাঁদের নেতৃত্বে লোকজন দিয়ে দ্রুত বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। এদিন দেখা যায়, প্রায় ১০০ ফুট ইটের রাস্তা নদীগর্ভে চলে গিয়েছে। সামনেই ভরা কোটাল। তাই যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ শেষ করার চেষ্টা করছে প্রশাসন। নাহলে আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে সাহেবখালির মানুষজনকে।

Latest article