স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বিস্ফোরণ, আহত শিক্ষক-সহ ১০ ছাত্রী

আজ, মঙ্গলবার দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে প্রাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সময় শিক্ষক অর্ণব গুহ দাস ছাত্রীদের নিয়ে ল্যাবে গিয়েছিলেন।

Must read

মঙ্গলবার দুপুরে টাকির (Taki) এক সরকারি হাইস্কুলের ল্যাবে অ্যামোনিয়া (Ammonia) বিস্ফোরণ হওয়ার ফলে আহত হলেন শিক্ষক-সহ ১০ ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ এই মর্মে মনে করছে অনেকদিন ধরে বন্ধ ছিল ল্য়াবরেটরি। রক্ষণাবেক্ষণ সেভাবে হয়নি। আজ ল্যাব খুলতেই হঠাৎ এই বিস্ফোরণ। বিকট শব্দে বসিরহাটের (Basirhat) টাকি পৌরসভার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয় কেঁপে ওঠে।

আরও পড়ুন-তাঁতশিল্পে রাজ্যের অনবদ্য অবদান, ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল সরকারি তাঁতবস্ত্র বিপণনী তন্তুজ

আজ, মঙ্গলবার দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে প্রাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সময় শিক্ষক অর্ণব গুহ দাস ছাত্রীদের নিয়ে ল্যাবে গিয়েছিলেন। ল্যাবরেটরির তালা খুলতেই বিকট শব্দে ফেটে যায় অ্যামোনিয়ার একটি জার। এর ফলে আহত হন ওই শিক্ষক সহ ১০ ছাত্রী। ছুটে আসেন স্কুলের অন্যান্য শিক্ষক, পড়ুয়ারা। আহতদের উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সকলেই চিকিৎসাধীন।

আরও পড়ুন-দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে বড় ধাক্কা, কমে গেল ডলার সঞ্চয়

স্কুলের এক ছাত্রী এই বিষয়ে জানিয়েছে, ‘আজ দুপুরে আমরা কেমিস্ট্রির প্রাকটিক্যাল ক্লাস চলছিল। তখনই আমরা ল্যাবে যাই। ল্যাব খুলতেই বিকট শব্দে অ্যামোনিয়ার জারটা ফেটে যায়। এদিকে জারটা আগে খোলা হয়নি। সিল করা অবস্থাতেই ল্যাবে পড়েছিল। স্যারের চোখে লেগেছে। আমাদের অনেকে আহত হয়েছে। অনেকের চোখে লেগেছে, শ্বাসকষ্টও শুরু হয়ে যায়।’

Latest article