তাঁতশিল্পে রাজ্যের অনবদ্য অবদান, ‘স্কচ অ্যাওয়ার্ড’ পেল সরকারি তাঁতবস্ত্র বিপণনী তন্তুজ

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এরপর অনেক স্কচ অ্যাওয়ার্ড ঢুকেছে রাজ্যের ঝুলিতে ঢুকেছে।

Must read

আবারও একটি স্কচ অ্যাওয়ার্ড (SKOCH award) এল রাজ্য়ের ঝুলিতে। হ্য়ান্ডলুম ও টেক্সটাইল (Handloom and textile) ক্ষেত্রে রাজ্যের মুকুটে নয়া পালক। এবার স্বীকৃতি দেওয়া হল তন্তুজ-কে। সরকারি তাঁতবস্ত্র বিপণনী ‘তন্তুজ’ বাংলার তাঁতশিল্পকে এক অন্যতম মাত্রায় পৌঁছে দিয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে গত কয়েক বছরে আরও বেশ কিছুটা সমৃদ্ধ হয়েছে তাঁতশিল্প। রাজ্য সরকারের অধীনস্থ তন্তুজ পেল‘স্কচ অ্যাওয়ার্ড’।

আরও পড়ুন-দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে বড় ধাক্কা, কমে গেল ডলার সঞ্চয়

এর আগেও তন্তুজ কেন্দ্রীয় সরকারের থেকে স্বীকৃতি পেয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রকের তাঁত শিল্প ও তাঁত বস্ত্রের উপর নিখুঁত নকশার জন্য বাংলার তন্তুজকে পুরস্কৃত করা হয়। গত বছর জাতীয় হ্যান্ডলুম দিবসে কেন্দ্রের তরফে পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন-অগস্ট মাসের প্রথম রাতের আকাশে আজ স্টার্জন মুন

এছাড়া রাজ্য সরকারের প্রকল্প ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ও স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন আগেই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে ক্ষমতায়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য পুরস্কার পেয়েছে । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জাতীয় স্তরে ও আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকটি স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন-কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন দেবাংশু

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এরপর অনেক স্কচ অ্যাওয়ার্ড ঢুকেছে রাজ্যের ঝুলিতে ঢুকেছে। পর্যটনের, বাংলাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প ও পরিবেশবান্ধব ট্রামের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের উৎসশ্রী প্রকল্প স্কচ স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন-থামছেই না যুদ্ধ, এবার জেলেনস্কির শহরে রুশ সেনার মিসাইল হামলায় মৃত একাধিক

উল্লেখ্য, স্কচ গোষ্ঠী প্রশাসনিক ক্ষেত্রে ভাল কাজের জন্য প্রতি বছর বিভিন্ন রাজ্যের সরকার বা প্রশাসনকে পুরস্কৃত করে। শিক্ষা, শিল্প, বাণিজ্য থেকে শুরু করে বেশ কয়েকটি ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া হয়।

Latest article