প্রতিবেদন : মিলল পূর্বাভাস। বৃষ্টিতে ভাসল তিলোত্তমা। কয়েকদিনের ভ্যাপসা গরমে যখন নাজেহাল শহরবাসী তখনই আবহাওয়ার খবর বৃষ্টি আসছে। কিন্তু মঙ্গলবারের বৃষ্টিতে মেলেনি স্বস্তি। সকালে ঝলমলে রোদ থাকলেও বেলা বারতেই শুরু হয় মেঘের আনাগোনা। দুপুর বারোটা থেকে নামে মুষলধারে বৃষ্টি। কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। উত্তর কলকতার কলেজ স্ট্রিট-সহ একাধিক জায়গায় জল জমে যায়। দক্ষিণ কলকাতার বেহালা, পণশ্রীতেও জমে যায় জল।
আরও পড়ুন-জমা জলে মশা মিললে জরিমানা
বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও ছিল কম। অ্যাপ ক্যাব বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় যাত্রীদের। রাস্তায় জল থাকার কারণে বারবারই গাড়ি বাতিলের ফেরে পড়তে হয় যাত্রীদের। রাস্তায় যানজটও তৈরি হয়। তবে পুরসভার তরফে তড়িঘড়ি নেওয়া হয় ব্যবস্থা। জলমগ্ন এলাকাগুলিতে দ্রুত জল নিষ্কাশন শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বৃষ্টির কারণে রাস্তার যানজটও তৎপরতার সঙ্গে মোকাবিলা করে ট্রাফিক পুলিশ। তবে পার্ক স্ট্রিট, ধর্মতলা বা ক্যামাক স্ট্রিট এলাকায় সেভাবে প্রভাব পড়েনি বৃষ্টির। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন-আত্মপ্রকাশ ১৫ অগাস্ট, নেতাজি ভাবধারায় জয়হিন্দ বাহিনী
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কম থাকবে। তবে উত্তরবঙ্গ জুড়ে ভারী বর্ষণ হবে। এজন্য উত্তরবঙ্গে সব জেলাকে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে শুক্রবার ও শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি শুরু হবে শুক্রবার সকালের পর থেকে। শনিবার তার তীব্রতা আরও বেশি পাবে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী তিন জেলা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ হবে। যদিও এই বর্ষণের জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়নি। উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিচু এলাকার।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…