সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে রাজভবন

কবে তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাও অনিশ্চিত। রাজ্যের পাঠানো নামে তার আপত্তি আছে কি না তা নিয়েও কোনও মতামত দেননি তিনি

Must read

প্রতিবেদন : আগামী ২৯ মে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে। পরবর্তী কমিশনার হিসেবে রাজ্য প্রাক্তন মুখ্যসচিব রাজীবা সিনহার নাম চূড়ান্ত করেছে। অনুমোদনের জন্য তাঁর নাম রাজভবনে পাঠানো হয়েছে। কিন্তু এখনও আনুষ্ঠানিক ভাবে রাজ্যপাল সি ভি আনন্দ বোস কোনও সাড়া দেননি। এদিকে কমিশনারের মেয়াদ শেষ হয়ে আসছে। ফলে সমস্যা বাড়ছে প্রশাসনের অন্দরে। রাজভবনের এই উদাসীনতায় ক্ষুব্ধ রাজ্য। সূত্রের খবর, রাজ্যের প্রস্তাবিত নাম নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি রাজ্যপাল। তিনি এ নিয়ে খোঁজখবর করছেন।

আরও পড়ুন-টানা ২০ দিন ব্যাহত লোকাল ট্রেন

কিন্তু কবে তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তাও অনিশ্চিত। রাজ্যের পাঠানো নামে তার আপত্তি আছে কি না তা নিয়েও কোনও মতামত দেননি তিনি। সবমিলিয়ে রাজভবনের এই আচরণে সমস্যায় রাজ্য। গত ১৮ মে রাজীবা সিনহার নাম রাজভবনে পাঠানো হয়। কিন্তু ৫ দিন কেটে গেলেও রাজ্যের প্রস্তাবে সম্মতি মেলেনি রাজ্যপালের। ফাইল রাজভবনেই পড়ে রয়েছে। রাজীবা সিনহার বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চান আনন্দ বোস। সেই তথ্যে সন্তুষ্ট হলে সিদ্ধান্ত জানাবেন তিনি। এদিকে এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। তার পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এখন কমিশনার পদ ফাঁকা থাকলে সেই কাজ ব্যাহত হতে পারে।

Latest article