চড়া রোদ, প্রবল ঝড়বৃষ্টিতেও উন্মাদনা তুঙ্গে, অভিষেকের প্রতীক্ষায় পুরুলিয়া

যখন আকাশ কালো করে বৃষ্টি নামল পুরুলিয়ায় তার আগে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। গনগনে রোদেও কর্মীদের উৎসাহে খামতি ছিল না

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : যখন আকাশ কালো করে বৃষ্টি নামল পুরুলিয়ায় (Purulia) তার আগে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। গনগনে রোদেও কর্মীদের উৎসাহে খামতি ছিল না। দুপুর আড়াইটে নাগাদ বৃষ্টি নামতেই উৎসাহ তুঙ্গে উঠল। আজ বুধবার ও আগামিকাল বৃহস্পতিবার পুরুলিয়ায় নবজোয়ার কর্মসূচিতে থাকছেন অভিষেক।

আরও পড়ুন-সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে রাজভবন

জেলা যে তৃণমূলময়, তা বুঝিয়ে দিতে মঙ্গলবার চড়া রোদ, ঝড়বৃষ্টিতেও ময়দানে থাকলেন তৃণমূল কর্মীরা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সফর পথের সর্বত্র মুড়ে দেওয়া হল জোড়া ফুল পতাকা, মুখ্যমন্ত্রী ও অভিষেকের কাট আউটে। কর্মী জোয়ারে যেন বোল্ড আউট হয়ে গেল বিরোধীরা। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, এতটা স্বতঃস্ফূর্ত আগ্রহ আগে কর্মীদের মধ্যে দেখা যায়নি। কর্মীরাই তো দল। তাই আমরা এখন তাঁদের পরামর্শেই চলছি। দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, বুধবার বাঁকুড়া থেকে অভিষেক পুরুলিয়ার কাশীপুরে ঢুকবেন দুপুর দুটো নাগাদ। দু’দিনের সফরে হবে বেশ কয়েকটি রোড শো, বৈঠক। দু’দিনে দুটি অধিবেশন ও একটি জনসভা হবে। বৃহস্পতিবার তিনি বান্দোয়ানে রাত্রিবাস করার পর ঝাড়গ্রামে যাবেন।

Latest article