প্রতিবেদন : ইডেনে ১৭ এপ্রিলের কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এই যে, ম্যাচের দিন বদল হতে পারে। স্থান বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রাম নবমী উৎসবের মধ্যে ম্যাচ পড়ে যাওয়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। উৎসবের দিনে ইডেনে ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তাছাড়া দেশ জুড়ে সাধারণ নির্বাচনও চলবে তখন। বিসিসিআই ইতিমধ্যেই সিএবি কর্তাদের সঙ্গে এই ম্যাচ নিয়ে কথা বলেছে। সিএবিও কলকাতা পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে নিতে চাইছে। ম্যাচের দিন বদলের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে ব্রডকাস্টারের সঙ্গেও। বিসিসিআইয়ের তরফে দুই ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা হয়েছে।
আরও পড়ুন-প্রজ্ঞারা অভিজ্ঞতায় পিছিয়ে আছে: আনন্দ
এখনও যেহেতু দু-সপ্তাহ দেরি, তাই বিসিসিআই এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্তে যাচ্ছে না। কিন্তু বিকল্প ব্যাবস্থার কথা ভেবে রাখা হয়েছে। যেমন এই ম্যাচ অন্য দিনে করার কথা ভাবা হচ্ছে। বিকল্প ভেনুতে ম্যাচ নিয়ে যাওয়ার সম্ভাবনাও খোলা রাখা হয়েছে।
বিসিসিআই প্রথম দফায় ২১টি ম্যাচের শিডিউল ঘোষণা করেছিল। পরে আরও ৫৩টি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিসিসিআই এবার হোম-অ্যাওয়ের ভিত্তিতে ম্যাচ শিডিউল প্রস্তুত করেছে। আইপিএলের সঙ্গে যুক্ত এক কর্তার দাবি, তাঁরা ম্যাচের দিন নিরাপত্তানিয়ে পুলিসের সঙ্গে কথা বলছেন। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।