নয়াদিল্লি : আগামী ১০ জুন রাজ্যসভার খালি হয়ে যাওয়া ৫৭টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১৫টি রাজ্যে হবে এই নির্বাচন। এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশন জানিয়েছে, ৫৭টি আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি ২৪ মে জারি করা হবে। মনোনয়নের শেষ তারিখ ৩১ মে। নাম প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুন। ১০ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫৭টি আসনে ভোটগ্রহণ।
আরও পড়ুন-নতুন সিইসি রাজীব কুমার
বিকেল ৫টায় হবে ভোট গণনা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে সর্বাধিক ১১টি আসন খালি হচ্ছে। সেই সঙ্গে মহারাষ্ট্রে ৬টি আসন, অন্ধ্রপ্রদেশে ৪টি আসন, তেলেঙ্গানায় ২টি আসন, ছত্তিশগড়ে ২টি আসন, মধ্যপ্রদেশে ৩টি আসন, তামিলনাড়ুতে ৬টি আসন, কর্নাটকে ৪টি, ওড়িশায় ৩টি, পাঞ্জাবে ২টি, রাজস্থানে ৪টি আসন। উত্তরাখণ্ডের ১টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ২টি, হরিয়ানার ২টিতে। বিদায়ী সাংসদদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কংগ্রেস নেতা পি চিদম্বরম।