কেন্দ্রের বিরুদ্ধে পদযাত্রা চলবে

এদিনের এই পদযাত্রায় প্রায় পাঁচ হাজার মানুষ এদিনের পদযাত্রায় পা মেলান। তারমধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Must read

সংবাদদাতা, কোচবিহার : বিজেপির বঙ্গভঙ্গের বিরুদ্ধে ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে পদযাত্রায় শামিল হলেন বহু মানুষ। সোমবার মাথাভাঙা ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বঙ্গভঙ্গ এবং নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে পদযাত্রায় অনুষ্ঠিত হল। এদিনের এই পদযাত্রায় পা মেলান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙা ২ নম্বর ব্লকের সভাপতি প্রদীপরঞ্জন রায়, নিরেন রায় সরকার, রজনী বড়ুয়া, অতনু সাহা, জীবন চৌহান-সহ অন্যান্য নেতৃত্ব।

আরও পড়ুন-পঞ্চায়েতের উদ্যোগে রায়গঞ্জের প্রত্যন্ত এলাকাও আলোকিত

এদিনের এই পদযাত্রায় প্রায় পাঁচ হাজার মানুষ এদিনের পদযাত্রায় পা মেলান। তারমধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই পদযাত্রা নিশিগঞ্জ মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে শিক্ষকপল্লি, নতুন বাজার এলাকায় পদযাত্রা শেষ হয়। আগামী ২ মাস ধরে চলা এই পদযাত্রা জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২৫০০ বুথ ছুঁয়ে যাবে। এদিন পদযাত্রা শেষে অভিজিৎ দে ভৌমিক বলেন, বিজেপি বঙ্গভঙ্গের কথা বলেছে। তাই তাদের আগামী দিনে অস্তিত্ব টেকানো মুশকিল হয়ে যাবে।

Latest article