পঞ্চায়েতের উদ্যোগে রায়গঞ্জের প্রত্যন্ত এলাকাও আলোকিত

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রামগুলোতে ১০০ দিনের কাজে ২৬ কিলোমিটার ঢালাই রাস্তায় ইতিমধ্যে করে ফেলা হয়েছে।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: ক্ষমতায় আসার পাঁচ বছরের মধ্যে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করা হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ। হাল ফিরেছে গ্রাম পঞ্চায়েতগুলির। অন্ততপক্ষে সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের সমস্ত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্য নিপুণভাবে কাজ করে চলেছেন পঞ্চায়েত সমিতির শীর্ষ কর্তারা।

আরও পড়ুন-শহরের উন্নয়নে ৩৯ নয়া প্রকল্পের প্রস্তাব

পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে প্রত্যন্ত এলাকাগুলিতে। এককথায় কোথাও কোনও গ্রাম বিদ্যুৎহীন নেই। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত গ্রামগুলোতে ১০০ দিনের কাজে ২৬ কিলোমিটার ঢালাই রাস্তায় ইতিমধ্যে করে ফেলা হয়েছে। এছাড়াও ২২ কিলোমিটার রাস্তাকে পুনরায় ঢালাই করে তৈরি করা হয়েছে তৈরি করা হয়েছে। ১৮টি নতুন শ্মশানঘাট তৈরির পাশাপাশি একইভাবে রুদ্র খণ্ডের কবরস্থানের প্রাচীর নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়াও আদিবাসীদের ধর্মীয় স্থান হিসেবে পরিচিত ৭৩টি মাঝি থান তৈরি করা হয়েছে। জাউলিয়া, মছলন্দপুর, কাছিমুয়া, ভিটি, শিববাড়ি, হালালপুর ১৯ লক্ষ টাকা খরচ করে হাটগুলো ছাউনির কাজ করা হয়েছে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানস ঘোষ বলেন, আমরা সমস্ত স্তরের মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছি।

Latest article