শহরের উন্নয়নে ৩৯ নয়া প্রকল্পের প্রস্তাব

উন্নয়নে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাছে ৩৯টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : উন্নয়নে উত্তরবঙ্গ (North Bengal) উন্নয়ন দফতরের কাছে ৩৯টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের (prject) প্রস্তাব (proposal) দিলেন শিলিগুড়ির (Siliguri) মেয়র গৌতম দেব। সোমবার শিলিগুড়ি শহরের উন্নয়নমূলক প্রস্তাব নিয়ে শিলিগুড়ির মেয়র রাজ্যের শাখা সচিবালয় উত্তরকন্যায় গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদায়ন গুহর কাছে প্রস্তাব পেশ করে।

আরও পড়ুন-চুঁচুড়া ঘড়িমোড়ে ঐতিহাসিক সভা

এদিন মেয়র ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সাক্ষাতে উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। শিলিগুড়ি শহরকে আরও ভালভাবে সাজিয়ে তুলতেই মেয়র গৌতম দেব এই প্রস্তাবগুলি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাছে দিয়েছেন। যদিও কিছুদিন আগেই উদয়ন গুহ শিলিগুড়ির উন্নয়নে ২৫ কোটি টাকার খরচ করার কথা জানিয়েছিলেন। শিলিগুড়ি পুরসভা এলাকাতেই ৩৯টি প্রকল্পের কাজের প্রস্তাব দিয়েছেন মেয়র।

Latest article