মাধ্যমিক নিয়ে আজ বালুরঘাটে বৈঠকে রামানুজ

বুধবারের পর বৃহস্পতিবার তিনি উত্তর দিনাজপুর ঘুরে যান দক্ষিণ দিনাজপুরের হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ে। কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও

Must read

সংবাদদাতা, বালুরঘাট ও রায়গঞ্জ : মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এই কারণেই জেলায় জেলায় ঘুরছেন খোদ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবারের পর বৃহস্পতিবার তিনি উত্তর দিনাজপুর ঘুরে যান দক্ষিণ দিনাজপুরের হিলি উচ্চ বালিকা বিদ্যালয়ে। কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও।

আরও পড়ুন-দলে পাঁক, পদ্ম ছেড়ে তৃণমূলে

আজ শুক্রবার মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা নিয়ে বালুরঘাটে জেলা সমাহর্তালয় চত্বরের আত্রেয়ী সভাকক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে এবং তারপরে ডিস্ট্রক্ট কনভেনার, মহকুমা কনভেনার ও পরীক্ষা গ্রহণ কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে বালুরঘাট পৌরসভাতে বৈঠক করবেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি। এবারের মাধ্যমিক পরীক্ষায় কী কী ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি। রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, প্রতিটি স্কুলে ৩টি করে সিসিটিভি লাগানোর বিষয়টিকে আমরা বাধ্যতামূলক করছি, ডিস্ট্রক্ট মনিটরিং টিম আমরা তৈরি করে দিয়েছি, ওই টিম পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখে কোন খামতি রয়েছে কিনা তা খতিয়ে দেখে পর্ষদকে রিপোর্ট পাঠাবেন। তিনি জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ভার্চুয়াল কনফারেন্স করে আমাদের শিক্ষা দফতরের প্রধান সারা রাজ্যের প্রতিটি সেন্টার কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হবে ব্যবস্থা।

Latest article