প্রয়াত শরদ যাদব

নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজবাদী নেতা শরদ যাদব। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সোশ্যাল মিডিয়ায় শরদ যাদবের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর মেয়ে সুভাষিনী। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শরদ। তাঁকে ভর্তি করা হয়েছিল গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন-শীতের ইডেনে মানুষের ঢল

শরদ যাদব বিহার তথা জাতীয় রাজনীতির অন্যতম পরিচিত মুখ। লোহিয়াপন্থী সমাজবাদী নেতা ছিলেন তিনি। জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সময় থেকেই তাঁর রাজনীতিতে উত্থান হয়। একসময়ে এনডিএ-এর আহ্বায়ক ছিলেন। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্যও ছিলেন। জনতা দল ইউনাইটেডের সভাপতি হিসেবেও কাজ করেছেন শরদ যাদব। লোকসভায় ৭ বার ও রাজ্যসভায় ৩ বার সাংসদ ছিলেন শরদ যাদব। নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article