উত্তরবঙ্গে ঠাণ্ডার প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা

জনজীবনও বিপর্যস্ত ঠাণ্ডায়। তবে কনকনে ঠান্ডা থেকে আপাতত মুক্তি পেলেও ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

Must read

প্রতিবেদন : আবার শীতের ভ্রূকুটি। গঙ্গাসাগরে ব্যাপক ঠাণ্ডা পড়েনি এবার। উত্তুরে হাওয়ার প্রকোপও ছিল কম। কিন্তু আবার ঠাণ্ডা পড়বে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিনের ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। ঝকঝকে কাঞ্চনজঙ্গা থাকলেও মালদহ ও দুই দিনাজপুর ঠাণ্ডায় কাবু। জনজীবনও বিপর্যস্ত ঠাণ্ডায়। তবে কনকনে ঠান্ডা থেকে আপাতত মুক্তি পেলেও ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন-বিরোধী নেতার বিরুদ্ধে কেন মামলা হবে না ?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২-৩ দিন রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে রবিবারের পরে আবার পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ কনকনে ঠান্ডা থেকে সাময়িক মুক্তি পেলেও উত্তরবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশা। এর ফলে সকালের দিকে দৃশ্যমানতা কম থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আরও পড়ুন-দিদির সুরক্ষা কবচে আপ্লুত পাঁশকুড়া

উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা সেখানে প্রভাব ফেললেও এ রাজ্যে এর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের দিকে দক্ষিণবঙ্গে ঠাণ্ডার প্রকোপ বাড়ছে। কুয়াশাও থাকছে।

Latest article