সংবাদদাতা, আসানসোল : যোগীর রাজ্যের এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বেআইনি বালিপাচারের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। কেন্দ্রীয় সরকারের মদতে দামোদর নদ সাফাইয়ের বরাত পেয়েছে ‘নর্দার্ন এক্সপ্রেস ইনফ্রা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থা। রানিগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙা গ্রাম দিয়ে বয়ে যাওয়া দামোদরে পলি তোলার নামে সংস্থাটি প্রতিদিন ১০০ থেকে ২০০ লরি বালিপাচার করছে বলে অভিযোগ গ্রামবাসীদের। বেশ কয়েকমাস এইভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলার ফলে দামোদরের জলও শুকিয়ে গিয়েছে।
আরও পড়ুন-উখড়ার জঙ্গলে নেকড়ের বসতি, খুশি বন দফতর
জনস্বাস্থ্য কারিগরি দফতরের নদীর বুকে বসানো পাঁচ-ছটি পাম্পের একটি থেকেও জল উঠছে না বলে অভিযোগ করেছেন তিরাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য পরেশ মণ্ডল, বর্তমান সদস্য শিবদাস চট্টোপাধ্যায়, মলয়কৃষ্ণ মণ্ডল-সহ গ্রামের অসংখ্য মানুষ। নদী থেকে জল না ওঠায় পাঁচ-সাতটি গ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ, পঞ্চায়েতের নিষেধ সত্ত্বেও কেন্দ্রের বলে বলীয়ান এই সংস্থার কর্তারা যা ইচ্ছে করে চলেছেন। প্রতিদিন শয়ে শয়ে ট্রাক যাতায়াত করায় রাস্তার হাল শোচনীয়। গ্রাম থেকে বেরোনোর নোনিয়া সেতু কমজোরি হয়ে পড়ছে। এটির ১০ টন মাল পরিবহণের অনুমোদন রয়েছে। অথচ ট্রাকে কম করেও ২৫-৩০ টন বালি যাচ্ছে। স্থানীয় বিধায়ক ও এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদের গোচরে আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।