মুম্বই : প্রায় দু’বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এমএস ধোনি। ভারতীয় দল এখনও পর্যন্ত তাঁর যোগ্য পরিবর্ত ফিনিশার খুঁজে নিতে পারেনি। কিন্তু ৩৭ বছরের দীনেশ কার্তিকের (Dinesh Karthik) সাম্প্রতিক ফর্ম বলে দিচ্ছে, তিনি ধোনির ভূমিকা সঠিকভাবে পালন করতে পারেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ব্যাট ধরলেন কার্তিকের হয়েই। জানালেন, অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ফিনিশারের দায়িত্ব কার্তিককে দেওয়া যেতে পারে। তাতে লাভ ছাড়া ক্ষতি হবে না।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত শাহরুখ, সুপারস্টারের সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী
২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হলেও কার্তিক নীল জার্সিতে থিতু হতে পারেননি ধোনির মতো উইকেটকিপার-ব্যাটার তথা ফিনিশার থাকায়। কিন্তু অভিজ্ঞ ডিকে-র সাম্প্রতিক আইপিএল ফর্ম তাঁকে ভারতীয় টি-২০ দলে জায়গা ফিরিয়ে দিতে সাহায্য করেছে। কিন্তু অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে কি ভারতীয় দলে থাকবেন কার্তিক (Dinesh Karthik- Ravi Shastri)? টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ শাস্ত্রী বললেন, ‘‘দলে ঋষভ পন্থ থাকবে কারণ ও টি-২০ ক্রিকেটে টপ অর্ডারে (চার বা পাঁচ) ব্যাট করে। কিন্তু দলের এমন একজনকে দরকার যে ম্যাচ শেষ করবে। ধোনি অবসর নেওয়ায় এখন খুব বেশি ফিনিশার নেই। তাই আমার মনে হয়, কার্তিকের দলে থাকার সুযোগ অনেক বেশি। ও অভিজ্ঞ, ভাল ফর্মে আছে। ওর উপর আস্থা রাখা যায়। ধোনির ভূমিকা পালন করতে ডিকে ভালই পারবে।’’
আরও পড়ুন: সরকারি অফিসারকে হুমকি বিজেপি নেত্রীর, নিন্দা সর্বত্র