অ্যাক্সিস ব্যাঙ্ক, মনপ্পুরমকে বড় অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ RBI-এর

Must read

অ্যাক্সিস ব্যাঙ্ক এবং মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেডকে (Axis Bank- Manappuram Finance) জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একাধিক নির্দেশ না মেনে চলার জন্য অ্যাক্সিস ব্যাঙ্ক এবং মনপ্পুরমকে জরিমানা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, অ্যাক্সিস ব্যাঙ্ককে ৯০লক্ষ ৯২ হাজার টাকা এবং মনপ্পুরমকে ৪২ লক্ষ ৭৮ হাজার টাকা জরিমানা করেছে আরবিআই।

বিবৃতি জারি করে আরবিআই জানিয়েছে, ঋণ সংক্রান্ত কেওয়াইসি নির্দেশিকাগুলি ও রিস্ক ম্যানেজমেন্ট সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গের জেরেই অ্যাক্সিস এবং মনপ্পুরমকে (Axis Bank- Manappuram Finance) জরিমানা করা হয়েছে। এদিকে নন- ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি সংক্রান্ত নির্দেশিকা মানেনি মনপ্পুরম। তাই তাদেরকেও দিতে হবে বড় অঙ্কের জরিমানা। একইসঙ্গে আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্স লিমিটেডকে ২০ লক্ষ টাকা জরিমানা দিতে বলা হয়েছে।

দিন কয়েক আগে বাজাজ ফাইন্যান্স লিমিটেডকে মোটা অঙ্কের জরিমানা করেছিল আরবিআই। এছাড়া নিয়ম ভঙ্গের জেরে আরবিএল, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ একাধিক ব্যাঙ্ককে জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুন-বড় দুর্ঘটনা নৈনিতালে, যাত্রী বোঝাই পিক-আপ ভ্যান খাদে পড়ে শিশু-সহ মৃত একাধিক

Latest article