মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ইটবৃষ্টিতে আক্রান্ত ৮, ফের অশান্ত হরিয়ানার নুহ

Must read

হরিয়ানার (Haryana- Violence) নুহতে মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে আক্রান্ত একাধিক মহিলা। অভিযোগ, মসজিদ এলাকা থেকেই তাঁদের লক্ষ্য করে ছোড়া হয় ইটপাথর। আর তাতেও আক্রান্ত হন ৮ মহিলা। এই নিইয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে হরিয়ানার নুহতেই সাম্প্রদায়িক হিংসা ছড়ায় (Haryana- Violence)। এই ঘটনায় মৃত্যু হয়েছিল ৬ জনের। তার ফের তিন মাসের মধ্যে হিংসার ঘটনা ঘটল নুহতেই। নুহের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ কয়েকজন মহিলা ও শিশু মিলে ‘কুয়ো পুজো’ করতে যাচ্ছিলেন। তখনই তাঁদের লক্ষ্য করে ছোড়া হয় ইট। মসজিদ এলাকা পেরনোর সময়েই জখম হন ৮ জন মহিলা।

আজ, শুক্রবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে এলাকা। ইটবৃষ্টির ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন ডিএসপি বীরেন্দ্র সিং। সকলকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন- অ্যাক্সিস ব্যাঙ্ক, মনপ্পুরমকে বড় অঙ্কের জরিমানা দেওয়ার নির্দেশ RBI-এর

Latest article